রাশিয়াকে ছাড়া ইউরোপের জ্বালানি নিরাপত্তা অসম্ভব: রুশ স্পিকার

By স্টার অনলাইন ডেস্ক
4 September 2022, 06:45 AM

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ভায়াচেসলাভ ভলোদিন দাবি করেছেন, তার দেশ ছাড়া ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

দেশটির মূল গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম ১ এর সরবরাহ বন্ধ থাকা অবস্থায় তিনি এ মন্তব্য করেন।

ভলোদিনের বরাত দিয়ে গত শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এই তথ্য জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা গাজপ্রম গত বুধবার থেকে নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে।

গত শনিবার আবারও গ্যাস সরবরাহ চালুর কথা থাকলেও সংস্থাটি জানিয়েছে, তারা পাইপলাইনের টারবাইন থেকে তেল লিক খুঁজে পেয়েছে। এই কারিগরি সমস্যার সমাধান না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে তারা জানিয়েছে।

রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভলোদিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম বার্তায় বলেন, 'রাশিয়াকে ছাড়া ইউরোপের জ্বালানি নিরাপত্তা অসম্ভব। ইউরোপের রাষ্ট্রপ্রধানদের সামনে এখন এই সত্য উন্মোচিত হয়েছে।'

ভলোদিনের মতে, ইউরোপের নেতারা 'নিজেরাই নিজেদের জন্য এই সমস্যা তৈরি করেছেন।'

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে তাদের সামনে ২টি পথ খোলা আছে।

Nord Stream
নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে ২০১১ সাল থেকে রাশিয়া থেকে বাল্টিক সাগর হয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ছবি: সংগৃহীত

'প্রথমত, আমাদের দেশের বিরুদ্ধে আরোপিত এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন এবং নর্ড স্ট্রিম ২ চালু করুন। দ্বিতীয়ত, এখন যেভাবে যা চলছে, সেভাবেই চলতে দিন, যার ফলে আরও অর্থনৈতিক সমস্যা দেখা দেবে এবং নাগরিকদের জীবনে আরও জটিলতা আসবে,' যোগ করেন দুমার স্পিকার ভলোদিন।

তিনি জানান, গত বছর ইউরোপের দেশগুলো রাশিয়ার কাছ থেকে ৩৪১ বিলিয়ন ঘনমিটার গ্যাস কিনেছে, যার '৫০ শতাংশই রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে এসেছে'।

ভলোদিন জোর দিয়ে বলেন, 'আমাদের দেশের বিরুদ্ধে ইউরোপের যেসব দেশ নিষেধাজ্ঞা দিয়েছে তারাই এখন জ্বালানি সংকটে আছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আলজেরিয়া সফরে গ্যাস সংকটের সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি।'

ভলোদিন উল্লেখ করেন, 'যদি আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও সাবেক সোভিয়েত দেশগুলোর সব পাইপলাইনের গ্যাস রপ্তানির গন্তব্য পরিবর্তন করে ইউরোপের দিকে নিয়ে আসা হয়, তবুও রাশিয়া যে ৬২ দশমিক ৮ শতাংশ গ্যাস সরবরাহ করতো, তা পূরণ করা সম্ভব হবে না।'