চট্টগ্রামের বায়েজিদ এলাকায় অটোরিকশাচালককে গুলি

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
6 November 2025, 12:28 PM

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অজ্ঞাত হামলাকারীদের গুলিতে আহত হয়েছেন এক অটোরিকশাচালক।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে কুয়াইশ চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রিকশাচালক মো. ইদ্রিস আলী (৩৭) চান্দগাঁও থানার বাহাদ্দারহাট কাঁচাবাজার এলাকার বাসিন্দা।

গতকাল একই এলাকায় বিএনপির এমপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণার সময় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তার কর্মী সরোয়ার হোসেন বাবলা (৩৫)। হামলায় গুলিবিদ্ধ মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নিজেও গুলিবিদ্ধ হয়ে বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক দ্য ডেইলি স্টারকে জানান, দুপুর পৌনে ২টার দিকে ইদ্রিস আলী অটোরিকশা চালানোর সময় অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে। এতে ইদ্রিসের হাঁটুতে গুলি লাগে এবং তিনি সড়কে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করেছেন।

যোগাযোগ করা হলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'আমি এখনো ঘটনাটি সম্পর্কে জানি না।'