চট্টগ্রামে খালে পড়ে আরও ১ শিশুর মৃত্যু

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
2 September 2023, 16:55 PM

চট্টগ্রামে খালে পড়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে নগরীর ছোটপুল এলাকার রফিক সাহেবের কলোনির পাশের খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মৃত শিশুটির নাম মো. আব্দুল (৫)। সে হালিশহর এলাকার বাসিন্দা মো. কামালের ছেলে।

শিশুটির পরিবার পুলিশকে জানিয়েছে, গতকাল বিকেল থেকেই সে নিখোঁজ ছিল।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার বিকেল ৩টার দিকে হালিশহর থানাধীন বাদশা মিয়া ব্রিক ফিল্ড এলাকায় ছেলেটি নিখোঁজ হয়।'

তিনি বলেন, 'আজ সন্ধ্যায় ছোটপোল এলাকার সিডিএ ৪ নম্বর আবাসিক এলাকার খালে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।'

শিশুটির মা জানান, আব্দুল বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়।

ওসি বলেন, 'আমরা একটি অপমৃত্যুর মামলা করেছি এবং ঘটনা তদন্ত করছি।'

এর আগেও চট্টগ্রামে বিভিন্ন সময় খালে ও নালায় পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।