সারা দেশে ১৪ পুলিশ সদস্যসহ নিহত ৯৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ঢাকাসহ সারা দেশ থেকে আমাদের সংবাদদাতারা জানাচ্ছেন সর্বশেষ অবস্থা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ রোববার থেকে অসহযোগ কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে বিভিন্ন জেলায় নিহত হয়েছেন অন্তত ৯৩ জন।
তাদের মধ্যে রাজধানীতে ১২ জন, সিরাজগঞ্জে ১৮ জন, লক্ষ্মীপুরে আটজন, ফেনীতে আটজন, নরসিংদীতে ছয়জন, বগুড়ায় পাঁচজন, রংপুরে চারজন, মাগুরায় চারজন, সিলেটে চারজন, পাবনায় তিনজন, মুন্সিগঞ্জে তিনজন, কুমিল্লায় তিনজন, কিশোরগঞ্জে তিনজন ও শেরপুরে তিনজন, জয়পুরহাটে দুইজন, হবিগঞ্জে একজন, বরিশালে একজন, সাভারে একজন, ভোলায় একজন, গাজীপুরে একজন, কক্সবাজারে একজন ও ঢাকার কেরানীগঞ্জে একজন নিহত হয়েছেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে।