নির্বাচনের আগে দেশে ফিরতে প্রস্তুত তারেক রহমান: আমানউল্লাহ আমান

By নিজস্ব সংবাদদাতা, সাভার
29 November 2025, 11:57 AM
UPDATED 29 November 2025, 18:06 PM

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এবং প্রচার অভিযানে নেতৃত্ব দেবেন।

আজ শনিবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, 'বিএনপি চেয়ারপার্সন সেনাবাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে উল্লেখ করে তিনি দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।'

আমান বলেন, বিএনপি চেয়ারপার্সন একদলীয় শাসনের বিরোধিতায় রাজপথে আন্দোলন করেছেন। আন্দোলনের মধ্য দিয়ে বহু নেতাকর্মী নিখোঁজ হয়েছেন বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, 'ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের ধারাবাহিকতায় দেশ এখন "অন্তর্বর্তীকালীন সরকারের" অধীনে রয়েছে এবং এই সরকারের অধীনেই নির্বাচন হবে।'