খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি থাকলেও ফ্লাই করার মতো শারীরিক অবস্থা নেই: মান্না
মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে তার শারীরিক অবস্থা এখন ফ্লাই করার মতো নয় বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়ে চিকিৎসকদের সঙ্গে আলাপ শেষ গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
মান্না বলেন, চিকিৎসকরা মনে করছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা শিগগির 'ফ্লাই করার মতো স্টেবল হবে'।
তিনি জানান, সিঙ্গাপুর ও ইউরোপের কয়েকটি দেশে নেওয়ার সম্ভাব্য বিকল্প ঠিক করা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি আশা করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।