আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি প্রতিনিধিদল

By স্টার অনলাইন রিপোর্ট
21 October 2025, 09:17 AM

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি প্রতিনিধিদল।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় সূত্র জানায়, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন-সম্পর্কিত বিষয়গুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।

দলীয় অভ্যন্তরীণ সূত্র  বলছে, বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য মহাসচিবের সঙ্গে প্রতিনিধিদলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।