জামিন আবেদন নামঞ্জুর, মির্জা ফখরুল কারাগারে

By স্টার অনলাইন রিপোর্ট
29 October 2023, 16:01 PM
UPDATED 29 October 2023, 23:44 PM

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার রাত ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই আদেশ দেন।

সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাত সাড়ে ১০টায় কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

আজ রোববার সকালে রাজধানীর গুলশান-২-এর বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়। রাতে ডিবির গাড়িতে করে মির্জা ফখরুলকে আদালতে আনা হয়

ঢাকার কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। দুপুরে মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলার এক পর্যায়ে টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেনেড ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের পল্টন এলাকা থেকে হটিয়ে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুই জন নিহত এবং বিভিন্ন জায়গায় যানবাহনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।