গাবতলীতে আ. লীগের শান্তি সমাবেশ, ঢাকা-আরিচা মহাসড়কে আটকে আছে যান চলাচল

By নিজস্ব সংবাদদাতা, সাভার
9 October 2023, 10:36 AM

রাজধানীর গাবতলীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ৩টায় এ সমাবেশ শুরু হয়।

সমাবেশ ঘিরে গাবতলী বাস টার্মিনালের বিপরীত পাশে টেকনিক্যালমুখী লেনে মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 

মহাসড়কের একপাশে ট্রাকে মঞ্চ স্থাপন করা হয়েছে। এতে প্রধান সড়কের ঢাকামুখী আটকে গেছে যান চলাচল।

Uber Moto
সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। ছবি: স্টার

ঢাকার প্রবেশমুখ আমিনবাজার থেকে মহাসড়কের বলিয়ারপুর পর্যন্ত যান চলাচল আটকে আছে। 

সমাবেশকে ঘিরে ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ থানা, ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।