‘নয়াপল্টনে সমাবেশ করায় বিএনপির কি কোনো বদ উদ্দেশ্য আছে’

By স্টার অনলাইন রিপোর্ট
30 November 2022, 09:08 AM
UPDATED 30 November 2022, 15:25 PM

বিএনপি তাদের সমাবেশের জন্য ১০ ডিসেম্বর তারিখটি কেন বেছে নিয়েছে সেই প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেছেন, 'বিএনপি কি জানে না বাংলাদেশের ইতিহাস? ১৯৭১ সালের ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বাস্তবায়ন শুরু হয়।'

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার সচিবালয়ে ব্রিফিংকালে বিএনপির উদ্দেশে এ কথা বলেন।

১০ ডিসেম্বর সিরাজ উদ্দিন হোসেন ও সাংবাদিক সৈয়দ নাজমুল হককে পাকিস্তানি বাহিনী উঠিয়ে নিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, '১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবি হত্যার মতো নৃশংসতম ঘটনা বাংলাদেশে সংগঠিত হয়েছে। জ্ঞান-গরিমা যাদেরকে ঘিরে সেই  সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, চিকিৎসকদের ধরে নিয়ে হত্যা করা হয়েছে এই দিনে। সেই ১০ ডিসেম্বরকে সমাবেশের জন্য কেন বিএনপি বেছে নিলো, এটাই প্রশ্ন।'

তিনি বলেন, 'সোহরাওয়ার্দী উদ্যানে কেন বিএনপি যেতে চায় না। ১৯৭১ সালে ৭ মার্চের ভাষণ বিএনপির পছন্দ নাও হতে পারে, যদিও জাতিসংঘ এই ভাষণকে স্বীকৃতি দিয়েছে সর্বকালের সেরা ভাষণ হিসেবে।'

সোহরাওয়ার্দী উদ্যানে কেন বিএনপির অপছন্দ তা জানতে চেয়ে ওবায়দুল কাদের আরও বলেন, 'সোহরাওয়ার্দী উদ্যান ঐতিহাসিক উদ্যান। বিশাল জায়গা এখানে। আওয়ামী লীগ সব সমাবেশ, জাতীয় সম্মেলন করে এখানে। তাহলে বিএনপি কেন তাদের পার্টি অফিসের সামনে ছোট এলাকায়, যেখানে ৩৫ হাজার স্কয়ার ফিটের মতো একটা ছোট জায়গায়, সেখানে তাদের সমাবেশের বেছে নিলো?'

তিনি প্রশ্ন রাখেন, 'পার্টি অফিসে সমাবেশ করার জন্য বিএনপির এতো দৃঢ়তা কেন? এখানে তাদের কি কোনো বদ উদ্দেশ্য আছে?  কোনো মতলবে কি তারা এটা চায়?'

বিএনপির সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।