ফরিদপুরে বিএনপির গণসমাবেশের মঞ্চ প্রস্তুত

By নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর
11 November 2022, 19:57 PM
UPDATED 12 November 2022, 02:05 AM

রাত পোহালেই ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় শেষের পথে। ইতোমধ্যে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউটের মাঠের উত্তর পাশে তৈরি করা হয়েছে ৬০ ফুট দৈর্ঘ্য এবং ৩০ ফুট প্রস্থের মঞ্চ।

সরেজমিনে দেখা যায়, সাদা কাপর দিয়ে মোড়ানো হয়ে সম্পূর্ণ মঞ্চটি। ঢাকা থেকে আনা হয়েছে মঞ্চের ব্যাকড্রপ ব্যানার। ব্যানারে শোভা পাচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। মাঠের মধ্যে বাঁশের খুঁটিতে লাগানো হয়েছে অন্তত ২০টি মাইক।

রাত সাড়ে ১০টা থেকে রাত ১টা পর্যন্ত মাঠে অবস্থান করে দেখা, বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীর। মাঠে ৩ দিন আগে থেকে অবস্থান নেওয়া নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে আব্দুল আজিজ ইনস্টিটিউটের মাঠ। মাঠের মধ্যে বাজানো হচ্ছে ঢোল।

ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের আগামীকালের সমাবেশের প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছে। আমরা আশা করছি আমাদের এই সমাবেশে অর্ধ লাখের বেশি নেতাকর্মী উপস্থিত হবেন।'