হাদি হত্যাচেষ্টা: বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি
রাজধানী ঢাকায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতরা যাতে বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তে নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, আজ বিকেল থেকে ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৭০ কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি শুরু হয়েছে। স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব পথও বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কেউ অবৈধভাবে পারাপার করতে না পারে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্কাতায় রয়েছে। সীমান্তের সবগুলো পয়েন্টে তল্লাশি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।