এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন

By স্টাফ করেসপন্ডেন্ট
3 December 2025, 08:34 AM

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

এই হাসপাতালেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আজ বুধবার সকালে বিজিবি মোতায়েন করা হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, ঘটনাস্থলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এক প্লাটুন হাসপাতালের প্রধান গেটে মোতায়েন করা হয়েছে, অন্য প্লাটুন আশেপাশের এলাকায় টহল দিচ্ছে।

সোমবার রাতে নিরাপত্তা জোরদার করতে এবং বিএনপি নেতাকর্মীদের ভিড় সামলাতে পুলিশ হাসপাতালের সামনে ব্যারিকেড স্থাপন করে।

আগের দিনের মতোই আজ সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের বাইরে বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন।