ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেবে রাজউক 

By স্টার অনলাইন রিপোর্ট
22 November 2025, 07:20 AM
UPDATED 22 November 2025, 16:38 PM

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। রাজউকের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম আজ শনিবার বংশালের কসাইটুলিতে একটি ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনের পর এমনটি জানান।

পরিদর্শনকালে চেয়ারম্যান বলেন, যে ভবনের রেলিং ভেঙে পড়েছিল, সেটির মালিক অনুমোদিত নকশা দেখাতে পারেননি। আগামী সাত দিনের মধ্যে নকশা জমা না দিলে ভবনটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন তিনি।

রিয়াজুল ইসলাম আরও বলেন, রাজউক এক কাঠার চেয়ে ছোট প্লটের জন্য পরিকল্পনা অনুমোদন করে না। 'যারা অবৈধভাবে ভবন নির্মাণ করছে, আমরা তাদের ইউটিলিটি মিটার সংযোগ বিচ্ছিন্ন করছি। তবুও, কেউ কেউ চুরি করা মিটার বা জেনারেটর ব্যবহার করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।'

পুরান ঢাকার ঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন যে, সেখানকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ। অনুমোদিত পরিকল্পনা ছাড়াই সেখানে এক কাঠার চেয়ে ছোট প্লটে ছয় থেকে সাততলা ভবন নির্মিত হয়েছে।

রাজউক চেয়ারম্যান বাসিন্দাদের ছোট জমিতে নির্মিত পুরাতন বা অনিরাপদ উঁচু বাড়ি ভেঙে নতুন ভবন নির্মাণের পরামর্শ দেন। 

তিনি বলেন, কয়েকটি প্লট নিয়ে যদি একটি বাড়ি করা হয়, তাতে হয়তো আপাতত কিছু ক্ষতি হবে তাদের। কিন্তু ক্ষতি হলেও নতুন যে বাড়ি পাবে, তাতে ক্ষতি পুষিয়েও আরও উপকারী হবে।  অনুমোদিত উচ্চতা এবং যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে, তাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না।