ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী

By স্টার অনলাইন রিপোর্ট
21 November 2025, 05:07 AM
UPDATED 21 November 2025, 17:12 PM

দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকালে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী উপজেলায়।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,  রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী উপজেলা।

এদিকে মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নরসিংদী জেলায়। তবে তারা বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।