টঙ্গীতে তুলার গুদামে আগুন
ছবি: স্টার
গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুন লেগেছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকার ওই গুদামে এ আগুন লাগে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফায়ার ফাইটার আরিফুল ইসলাম বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত আছেন।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই গুদাম থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।