গোপালগঞ্জের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

By স্টার অনলাইন রিপোর্ট
17 July 2025, 09:04 AM
UPDATED 17 July 2025, 15:06 PM

গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এই কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

কমিটিতে তার সঙ্গে আরও থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব।

কমিটিকে ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকার আবারও তার ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ও যে কেউ যে কোনো অবৈধ কর্মকাণ্ড, সহিংসতার সঙ্গে জড়িত থাকলে তাদের আইনের আওতায় এনে জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করবে।