রোহিঙ্গাদের জন্য ইউএসএইডের খাদ্য সহযোগিতা চলবে: প্রেস উইং

By স্টার অনলাইন রিপোর্ট
26 January 2025, 12:27 PM
UPDATED 26 January 2025, 20:31 PM

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ইউএসএইডের খাদ্য সহযোগিতা বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

আজ রোববার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

অপূর্ব জাহাঙ্গীর বলেন, 'ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপর ৯০ দিনের জন্য সারাবিশ্বে ইউএসএইডের সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছেন। তবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য খাদ্য ও পুষ্টি সহযোগিতা অব্যাহত রাখবে ইউএসএইড।'

'অর্থাৎ, রোহিঙ্গাদের জন্য ইউএসএইডের খাদ্য সহযোগিতা বন্ধ হচ্ছে না। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন', বলেন তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে ধন্যবাদ জানিয়েছেন বলেও উল্লেখ করেন অপূর্ব জাহাঙ্গীর।