মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে ধলেশ্বরীতে বাবা-মেয়ে নিখোঁজ

By নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ
25 September 2024, 09:45 AM

বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে দুজনই নিখোঁজ হয়েছেন।

আজ বুধবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

শিবালয়ের ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ বাবা ও মেয়ে হলেন, সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের মহিদুর রহমান (৫০) এবং তার মেয়ে রাফা আক্তার (১১)।

মহিদুর পেশায় ব্যবসায়ী। রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে মেয়ে রাফাকে প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার শেখাতে বাড়ির পাশে বারাহিরচর খেয়াঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে নিয়ে যান মহিদুর রহমান। একপর্যায়ে বোতলের মুখা খুলে ভেতরে পানি প্রবেশ করে রাফা পানির নিচে তলিয়ে যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন। খবর পেয়ে সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং     আরিচা স্থল কাম নদী বন্দর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান বলেন, বাবা ও মেয়ে ‍নিখোঁজের ঘটনায় তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন।