কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনার তদন্ত চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

By স্টার অনলাইন রিপোর্ট
17 July 2024, 19:36 PM

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।

বুধবার এক এক্স পোস্টে (সাবেক টুইটার) তিনি এ আহ্বান জানান।

তুর্ক বলেন, 'সব ধরনের সহিংসতা ও বল প্রয়োগ, বিশেষ করে প্রাণহানির ঘটনায় অবশ্যই তদন্ত করতে হবে এবং দোষীদের জবাবদিহির আওতায় আনতে হবে।'

মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ মৌলিক মানবাধিকার বলেও স্মরণ করিয়ে দেন তিনি।