মতিউর ও তার পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

By স্টার অনলাইন রিপোর্ট
2 July 2024, 12:11 PM

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান, তার দুই স্ত্রী ও সন্তানদেরকে সম্পদের বিবরণী জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক নোটিশে তাদের সম্পদের বিবরণী চাওয়া হয়। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকী, তার সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, ফারজানা রহমান ইপসিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলীর সম্পদের বিবরণী চেয়েছে দুদক।

নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদক দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মতিউর জ্ঞাত আয় ছাড়া অন্য নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়, আয়ের উৎস এবং তাদের অর্জিত সম্পদের বিবরণ কমিশনে জমা দিতে হবে।