শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারপতি

By স্টার অনলাইন রিপোর্ট
25 April 2024, 05:16 AM

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন তিন বিচারপতি শপথ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ নেওয়া তিন বিচারপতি হলেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

গতকাল বুধবার তাদের হাইকোর্ট বিভাগ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়।

এই নিয়োগের ফলে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা এখন আট জনে দাঁড়িয়েছে।

গতকাল আইন মন্ত্রণালয়ের জারি করা গেজেট প্রজ্ঞাপন অনুসারে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী তাদের আপিল বিভাগে নিয়োগ দেন।