কমেছে গোলাগুলির শব্দ, মিয়ানমারের আরও ৬৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে

By নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
7 February 2024, 11:16 AM
UPDATED 7 February 2024, 19:46 PM

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে মঙ্গলবার মধ্যরাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত সীমান্তের কাছাকাছি এলাকায় গোলাগুলির শব্দ কমেছে। বিচ্ছিন্নভাবে কয়েকটি শব্দ শোনা গেলেও অনেকটা বন্ধ রয়েছে বিস্ফোরণের শব্দ।

আজ বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের টেকনাফের উলুবনিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ৬৩ সদস্য পালিয়ে এসেছেন।

স্থানীয় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি এ তথ্য জানিয়ে বলেছেন, পালিয়ে আসা বিজিপি সদস্যরা অস্ত্র জমা দিয়ে বিজিবি হেফাজতে রয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, এ নিয়ে মিয়ানমারের মোট ৩২৭ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, 'মঙ্গলবার মধ্যরাত থেকে বিচ্ছিন্ন কিছু শব্দ শোনা গেলে গোলাগুলির শব্দ আর নেই।'