উন্নয়ন প্রকল্পে চীনের অর্থ ছাড় আগের চেয়ে সহজ হবে: অর্থমন্ত্রী

ইউএনবি
ইউএনবি
21 January 2024, 15:10 PM
UPDATED 22 January 2024, 00:22 AM

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনা অর্থ ছাড় আগের চেয়ে সহজ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আলী বলেন, 'উন্নয়নের জন্য যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেগুলোর প্রতি চীনের অঙ্গীকার রয়েছে। আমি আশা করি চীনের অর্থায়ন ছাড় আগের চেয়ে সহজ হবে।'

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে নতুন সরকার হওয়ায় তাদের কাজ নতুনভাবে শুরু হয়েছে। এজন্য আমি আজ অর্থমন্ত্রী আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি।

নতুন অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ জোরাল ভূমিকা রাখবে।

রাষ্ট্রদূত আরও বলেন, নতুন সরকারের অধীনে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে।