নয়াদিল্লিতে ৯০ দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসবেন পররাষ্ট্রসচিব

By স্টার অনলাইন রিপোর্ট
22 November 2023, 19:56 PM

শুক্রবার নয়াদিল্লি সফরে বাংলাদেশের জাতীয় নির্বাচন পরিস্থিতি নিয়ে ৯০টি দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনা করবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশে যেসব দেশের দূতাবাস নেই সেসব দেশের কূটনীতিকদের সঙ্গে দেখা করবেন তিনি।

তিনি আগামীকাল নয়াদিল্লি সফর করবেন, শুক্রবার ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে বৈঠক করবেন এবং তারপর অন্যান্য ৯০টি দেশের কূটনীতিকদের সঙ্গে দেখা করবেন।

মাসুদ বিন মোমেন জানান, ৯০টি দেশের দূতাবাসকে গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের অগ্রগতির কথা জানানো হবে।

একইসঙ্গে বর্তমান পরিস্থিতি ও জাতীয় নির্বাচন, বিশেষ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের অঙ্গীকার এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কেও তাদের অবহিত করা হবে বলে জানান তিনি।