তিস্তা খনন প্রকল্প বাস্তবায়নে চীন আন্তরিক: রাষ্ট্রদূত লি জিমিং

By নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর
9 October 2022, 15:05 PM

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, 'তিস্তা নদীর নাব্যতা ধরে রাখতে নদী খনন, দুই পাড়ে শক্তিশালী বাঁধ নির্মাণ, রিজার্ভার তৈরিসহ বিভিন্ন স্থাপনা নির্মাণে যাচাই-বাছাই চলছে। এটি বাস্তবায়নে চীন আন্তরিক।'

চলতি বছরেই প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে জানান তিনি।

আজ রোববার বিকেলে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা নদী পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় লি জিমিং বলেন, 'অনেক আগেই নদীর সমীক্ষা শেষ হয়েছে। এখন বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের অপেক্ষায়। এটি হলেই কাজ শুরু হবে।'

এর আগে রাষ্ট্রদূত তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া ব্যারেজ ও রংপুর-ঢাকা ৪ লেন সড়ক পরিদর্শন করেন।

তাকে স্বাগত জানান তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, মহানগর আওয়ামী লীগ সভাপতি শাফিউর রহমান সফিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আমিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।