১৬ ডিসেম্বরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ: গৌতম আদানি

By স্টার অনলাইন রিপোর্ট
5 September 2022, 17:41 PM
UPDATED 6 September 2022, 00:35 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে ৪ দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির ব্যবসায়ী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

আজ সোমবার শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।

সাক্ষাতের পর আদানি টুইটারে বলেছেন, 'দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করাটা আমার জন্য সম্মানের। বাংলাদেশের জন্য তার দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণাদায়ক ও অত্যন্ত সাহসী। আমরা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মধ্যেই আমাদের ১৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্পের ট্রান্সমিশন লাইন চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ।'