এ কান্নার শেষ কোথায়

By স্টার অনলাইন রিপোর্ট
31 August 2022, 05:23 AM
UPDATED 31 August 2022, 11:40 AM

বাবাকে ছাড়াই আরেকটি বছর কাটিয়ে ফেলেছে সাফা। কিন্তু তার বাবা কোথায়—সে প্রশ্নের জবাব আজও মেলেনি। ইনসেটের ছবিতে ক্রন্দনরত সাফা গত বছর বাবা মাহফুজুর রহমান সোহেলকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিল। এখন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাফার সেই দাবি এখনো পূরণ হয়নি।

গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে শিশু সাফা আবারও চোখের পানিতে তার বাবাকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানায়।

ছবি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী এমরান হোসেন