ঢাকা মহানগরীর ১৫টি আসনে ৬৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

By স্টার অনলাইন রিপোর্ট
4 December 2023, 10:59 AM
UPDATED 4 December 2023, 18:20 PM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ১৫টি আসনে প্রার্থী হতে মোট ১৮৮ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে ৬৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আজ সোমবার সকাল ৯টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। নানা অনিয়মের কারণে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম এসব মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

যাচাই-বাছাই শেষে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় বৈধ ও বাতিল মনোনয়নপত্রের তালিকা ঘোষণা করে।

সাবিরুল ইসলাম জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের মধ্যে ১৫ জন ঋণখেলাপি। এ ছাড়া, ২৯ জন স্বতন্ত্র প্রার্থী সব কাগজপত্র জমা দেননি এবং ২০ জন প্রার্থী নির্ধারিত ছক পূরণ ও যথাযথ কাগজপত্র দাখিল করেননি।

রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত তথ্য অনুযায়ী, ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত ১৫টি আসনে আওয়ামী লীগের ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ হয়েছে। এ ছাড়া, অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ আরও ১০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।