প্রার্থী নতুন হলেও এলাকায় নতুন না, জয়ের ব্যাপারে আশাবাদী: শেরীফা কাদের

By স্টার অনলাইন রিপোর্ট
7 January 2024, 06:06 AM

জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া আওয়ামী লীগের একমাত্র আসন ঢাকা-১৮ তে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাপার চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের।

রোববার সকাল সাড়ে ১১টায় উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি বলেন, 'নির্বাচন পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। ভোটারদের উপস্থিতি একটু কম। আশা করি লোকজন চলে আসবে। বিশেষ করে নারীরা বাসার কাজ, রান্নাবান্না শেষ করে আসবেন।'

'আমি এবার প্রথম নির্বাচনে দাঁড়ালেও ৩৩ বছর ধরে এই এলাকায় আছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী,' বলেন তিনি।