ভোটারদের হুমকি দেওয়া ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ

By নিজস্ব সংবাদদাতা, নাটোর
31 December 2023, 12:18 PM
UPDATED 31 December 2023, 19:13 PM

নাটোরে ভোটারদের হুমকি দেওয়া ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামকে থানায় নিয়ে যাওয়ার পথে ছেড়ে দিয়েছে পুলিশ।

আজ রোববার সকালে নাটোরের চাঁদপুর বাজার থেকে রাকিবুলকে গাড়িতে তোলেন পুলিশের সহকারী উপপরিদর্শক মো. মশিউর রহমান। থানায় আসার আগেই বনবেলঘরিয়া বাইপাস এলাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

রাকিবুল ইসলাম নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি। গত শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর বাজারে নাটোর-২ আসনের নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের পথসভায় ভোটারদের হুমকি দিয়ে বক্তব্য দেন রাকিবুল। তিনি বলেন, যারা নৌকার ভোট দেবেন না নির্বাচনের দিন তাদেরকে ঘরে বসে থাকতে হবে।

গতকাল শনিবার স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার নির্বাচনী অনুসন্ধান কমিটিতে এ ব্যাপারে অভিযোগ দেন।

রাকিবুলকে ছড়ে দেওয়ার কারণ জানতে চাইলে পুলিশের সহকারী উপপরিদর্শক মশিউর রহমান বলেন, 'রাকিবুলকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। থানার সেকেন্ড অফিসার জানিয়েছিলেন ওসি স্যার তাকে জিজ্ঞাসাবাদ করবেন। এ কারণে তাকে নিয়ে আসতে বলেন। ওসি স্যার থানায় না থাকায় তাকে নামিয়ে দিয়ে চলে আসি।'

ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত রাকিবুলের ভাষ্য, 'আমি এএসআই মশিউরকে বলি থানা থেকে ডাকলে তো এমনিই যেতাম। গাড়িতে তোলার কোনো দরকার ছিল না।'

ভোটারদের হুমকি দেওয়ায় রাকিবুলকে আটক করা হয়েছিল কিনা জানতে চাইলে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী বলেন, 'আচরণবিধি লঙ্ঘন বা ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় তাকে আটক করা হয়নি। পুলিশের আভ্যন্তরীণ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় তাকে। কিন্তু আটক বলা যাবে না।'

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার বলেন, 'ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হওয়ার কথা শুনেছি। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানতে পারলাম। যথাযথ আইনি প্রক্রিয়ায় ছাড়া হলে বা জামিন পেলে কোনো সমস্যা নেই। কিন্তু বেআইনিভাবে কাউকে ছাড়া হলে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।'