মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ

By নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ
9 November 2025, 17:07 PM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম আজ রোববার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শুক্রবার দুপুরে জালকুড়ি দশপাইপ এলাকায় মাইক্রোবাসে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ না করার অনুরোধ জানান ওসি।

এজাহারের বরাতে ওসি শাহীনূর বলেন, 'মামলার দুই নম্বর অভিযুক্ত ধর্ষণ করেছে এবং অপর অভিযুক্তরা ধর্ষণে সহযোগিতা করেছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।'