কলেজশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে কবিরাজের বিরুদ্ধে মামলা

By নিজস্ব সংবাদদাতা, নেত্রকোণা
13 October 2025, 15:04 PM

নেত্রকোণার দুর্গাপুরে কলেজশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজের বিরুদ্ধে মামলা হয়েছে। 

অভিযুক্ত মোহাম্মদ আলী (৬০) দীর্ঘদিন ধরে দুর্গাপুর উপজেলায় কবিরাজি চিকিৎসা করতেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গারো সম্প্রাদায়ের ওই শিক্ষার্থী গতকাল রোববার নিজেই বাদী হয়ে এ মামলা করেন।

এজাহারে বলা হয়, মেয়েটির বাবাকে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন ওই কবিরাজ। গত ৭ অক্টোবর রাতে কবিরাজ মোহাম্মদ আলী মেয়েটিকে বাড়ির পাশের মাল্টা বাগানে ধর্ষণ করেন।

ওই শিক্ষার্থী পরে বিষয়টি তার পরিবার ও আত্মীয়দের জানালে তারা থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নেন।

ওসি মাহমুদুল হাসান বলেন, 'ঘটনার পর থেকেই অভিযুক্ত মোহাম্মদ আলী পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।'