উপদেষ্টা আসিফের সাবেক এপিএস ও উপদেষ্টা নূরজাহানের সাবেক পিও’র বিরুদ্ধে তদন্ত শুরু

By স্টার অনলাইন রিপোর্ট
27 April 2025, 12:58 PM

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক।

আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মহাপরিচালক মো. আখতার হোসেন এ কথা জানান।

তিনি বলেন, 'আমরা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েছি এবং ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। আইন ও বিধি অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'

সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠায় মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দুদক মহাপরিচালক জানান, তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিট তদন্ত করছে। তদন্তের অগ্রগতি যথাসময়ে জানানো হবে।

গত ২২ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোয়াজ্জেম হোসেনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। উপদেষ্টা আসিফ ৮ এপ্রিল তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন।