রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

By নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর
13 November 2024, 06:08 AM
UPDATED 13 November 2024, 21:33 PM

রাজবাড়ীতে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তানভীর শেখকে (২২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে রাজবাড়ী শহরের বিনোদপুরে এ ঘটনা ঘটে।

তানভীর শেখ রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামের বাবু শিকদারের ছেলে। ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে তানভীর উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে বিনোদপুর গ্রামে একটি দোকানের সামনে অজ্ঞাত ৭/৮ জন ধারাল ছুরি দিয়ে তানভীরকে গুরতর জখম করে। আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়। ফরিদপুর নেয়ার পথে তানভীর মারা যান।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফ আল রাজিব বলেন, তানভীরের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। আজ বুধবার দুপুর পৌনে ১২টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। তবে আমরা হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছি।