খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

By স্টার অনলাইন রিপোর্ট
2 August 2024, 15:58 PM
UPDATED 2 August 2024, 22:23 PM

খুলনার গল্লামারী মোড় এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক কনস্টেবল নিহত হয়েছে বলে জানা গেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'পুলিশ কনস্টেবল সুমন ঘরামিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আন্দোলনকারীরা তাকে পিটিয়ে হত্যা করেছে। পুলিশের আরও ২০-২৫ জন সদস্য আহত হয়েছে।'

পুলিশ জানায়, সুমন ঘরামিকে পড়ে থাকতে দেখে পুলিশের অন্য সদস্যরা তাকে নিকটবর্তী খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হামিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার সন্ধ্যার পর চার পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। অপর তিন জন চিকিৎসাধীন আছেন।'

আহত পুলিশ সদস্যরা হলেন-মাজহারুল ইসলাম, সোহানুর রহমান সোহাগ ও সৌমেন।