আবাসিক ভবনে রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা চেয়ে রিট

By স্টার অনলাইন রিপোর্ট
3 March 2024, 05:06 AM

ঢাকার সব আবাসিক ভবনে রেস্টুরেন্ট ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার প্রার্থনা করে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

পিটিশনে, তিনি হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টের প্রতি আহ্বান জানান।

আবেদনে তিনি বলেন, সংশ্লিষ্ট আইন আবাসিক ভবনে কোনো বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি দেয় না।

ইউনুছ আলী আকন্দ দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্ট দিনের শেষে আবেদনের ওপর শুনানি করতে পারে।