গারো নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা কারাগারে

By নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ
25 April 2023, 12:37 PM
UPDATED 25 April 2023, 18:47 PM

শেরপুরের ঝিনাইগাতীতে এক গারো নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খান শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার দুপুরে ছাত্রলীগ নেতা শাওনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় ওই নারী লিখিত অভিযোগ দেন। পরে সন্ধ্যায় পুলিশ শাওনকে গ্রেপ্তার করে।

অভিযোগের বরাত দিয়ে ওসি মনিরুল আলম ভুঁইয়া ডেইলি স্টারকে বলেন, 'শনিবার দিবাগত রাতে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পুলিশ এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।'

জানতে চাইলে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ডেইলি স্টারকে বলেন, 'অপরাধীর কোনো দল নেই। অপরাধ করে থাকলে তার শাস্তি হবে।' 

আজ মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগ শাওনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বলে জানান তিনি।