বাঁশখালীতে সালিশি বৈঠক চলাকালে সংঘর্ষে নিহত ১, আহত ৩

By নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম
8 March 2023, 05:38 AM

চট্টগ্রামের বাঁশখালীতে জমি নিয়ে সালিশ বৈঠক চলাকালে ২ গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাইলছড়ি ইউনিয়নের মাইদার পাড়ায় ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাহাবুদ্দিন (৩৩)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, সকালে মামা ও ভাগিনার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় ইউপি সদস্য নোমান একটি সালিশ বৈঠক ডেকেছিলেন।

তিনি বলেন, বৈঠক চলাকালে ২ গ্রুপের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষ শুরু হয়। এতে শাহাবুদ্দিন গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।