নিবন্ধন বাতিল: আপিল প্রস্তুতিতে ২ মাসের সময় পেল জামায়াত

By স্টার অনলাইন রিপোর্ট
31 January 2023, 05:19 AM

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলে হাইকোর্ট বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিতে দলটিকে ২ মাস সময় দিয়েছেন আপিল বিভাগ।

এই সময়ের মধ্যে জামায়াতকে আদালতে সংক্ষিপ্ত বিবরণী জমা দিতে বলা হয়েছে। বিবরণীর ওপর ভিত্তি করে আদালতে যুক্তিতর্ক শুনানি হবে। এই সময়ের মধ্যে সংক্ষিপ্ত বিবরণী জমা দিতে ব্যর্থ হলে জামায়াতের আপিল বাতিল করা হবে।

আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের বাকি ২ সদস্য হলেন—বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

আপিল বিভাগে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। জামায়াতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন তুহিন।

এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।