কিশোরগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ
25 August 2025, 16:24 PM

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাপের কামড়ে মো. আকরাম হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তার মৃত্যু হয়। এর আগে রোববার দিবাগত রাতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আকরাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে।

তার প্রতিবেশী খায়রুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত ১১টার দিকে আকরাম তার ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তীব্র যন্ত্রণায় ঘুম ভাঙলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য মোছা. নুরুন্নাহার দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।