কিশোরগঞ্জে নালায় পড়ে শিশুর মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ
16 August 2025, 14:41 PM

কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সামনে খেলতে গিয়ে নালার পড়ে হাবিবা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

হাবিবা পশ্চিমগ্রাম মাদ্রাসাহাটি এলাকার জুয়েল মিয়ার একমাত্র মেয়ে।

হাবিবার চাচাতো ভাই নাঈম আহমেদ জানান, দুপুরে বাড়ির সামনেই খেলছিল সে। হঠাৎ কোথাও দেখতে না পাওয়ায় হাবিবার খোঁজ করা শুরু হয়। এক পর্যায়ে তাকে নালায় পাওয়া যায়। ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবাকে মৃত ঘোষণা করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, বাড়ির সামনে নালায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি জেনেছেন।