পদ্মা এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর
9 August 2025, 16:58 PM

গাজীপুরের জয়দেবপুর এলাকায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ শনিবার রাত ৯টার পর জয়দেবপুর লেভেল ক্রসিং এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল।

রেলওয়ে সূত্র জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং রেল চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখনো ঢাকা-উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ চলছে, তবে আরও কিছুটা সময় লাগবে।'