সিংড়া শালবনে অগ্নিকাণ্ড, শতাধিক গাছ পুড়ে ছাই

By নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর
3 March 2025, 11:17 AM

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জাতীয় উদ্যানের অংশ সিংড়া শালবনে অগ্নিকাণ্ডে শতাধিক গাছ পুড়ে গেছে। 

আজ সোমবার দুপুরে বনের একাংশে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।

পরে ফায়ার সার্ভিসের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মুসলিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিংড়া শালবনের বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল জানান, আগুনের উৎপত্তি বনের প্রবেশপথের কাছের একটি বাঁশবাগানে। পরে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। 

তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মুসলিম উদ্দিন বলেন, 'শুকনো পাতার স্তূপ ও মৌসুমী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এটি নাশকতা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।'

বন বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে অন্তত ১০টি পরিণত শালগাছসহ শতাধিক অন্যান্য গাছ—যেমন বাঁশ ও বেতগাছ পুড়ে গেছে। 

বিট কর্মকর্তা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।