ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে আগুন কি না খতিয়ে দেখা হচ্ছে: ডিএমপি কমিশনার

By স্টার অনলাইন রিপোর্ট
8 April 2023, 08:37 AM

ব্যবসায়ীদের দ্বন্দ্বের জের ধরে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আজ শনিবার এফডিসিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, 'বঙ্গবাজারে বহুতল ভবন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ চলছিল। এই দ্বন্দ্বের কারণে আগুন লেগেছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসও আগুন লাগার কারণ খতিয়ে দেখছে।'

ফায়ার সার্ভিস অফিসে হামলা পূর্বপরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, 'এ পর্যন্ত ওই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীদের উদ্দেশ্যও খতিয়ে দেখা হচ্ছে।'

ঈদের কয়েক সপ্তাহ আগে গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯৩১টি কাপড়ের দোকান পুড়ে যায় এবং কয়েক হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ছিনতাই হওয়া জঙ্গিদের গ্রেপ্তারে বিলম্বের কারণ জানতে চাইলে কমিশনার বলেন, সাধারণ মোবাইল বা প্রযুক্তি ব্যবহার না করায় তাদের আইনের আওতায় আনতে সময় লাগছে।