রাজধানীর ভাটারায় বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

By স্টার অনলাইন রিপোর্ট
22 January 2023, 11:23 AM

রাজধানীর ভাটারা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভাটারা থানার পরিদর্শক রফিকুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত নাদিয়া নর্দার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।'

তিনি বলেন, 'নাদিয়া সেসময় বন্ধুর মোটরসাইকেলে ছিলেন। যমুনা ফিউচার পার্কের সামনে তাদের মোটরসাইকেলটিকে মালিবাগগামী ভিক্টর পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত নাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।'

পুলিশ বাসটিকে জব্দ করলেও এর চালক পালিয়ে গেছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।