শর্ট সার্কিট থেকে আগুন, যশোরে পুড়ে গেছে ১১ দোকান

By নিজস্ব সংবাদদাতা, বেনাপোল
14 September 2022, 06:52 AM

যশোর সদর উপজেলার বালিয়া ভোকুটিয়া কলোনীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মিভূত হয়েছে।

যশোর ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

একটি সূত্র জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক আ. রহিম জানান, হঠাৎ করে প্রথমে একটি দোকানে আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ১১টি দোকান পুড়ে যায়। আগুনে আশপাশের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে দোকানিদের।

যশোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা খন্দকার আশরাফুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।