বঙ্গোপসাগরে ৫ ট্রলারডুবি, ১৬ জেলে নিখোঁজ

By নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী
19 August 2022, 15:53 PM
UPDATED 19 August 2022, 22:05 PM

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ৫টি মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। এসব ঘটনায় ৫৪ জেলে উদ্ধার হলেও এখনো নিখোঁজ আছেন অন্তত ১৬ জেলে।

কলাপাড়া উপজেলার আলীপুর কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডুবে যাওয়া ট্রলারগুলো হচ্ছে এফবি মা মনি (৩), এফবি সাইফুল, এফবি আল মামুন, এফবি কুলসুম ও এফবি রফিক। এর মধ্যে, এফবি রফিক মাঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। বাকি চার ট্রলারের জেলেদের বাড়ি কলাপাড়ার মহিপুরে।

উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে আনসার মোল্লা আরও জানান, নিম্নচাপের প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল এবং ঢেউয়ের তোড়ে ঝড়ের কবলে পড়ে সাগরে মাছধরা এসব ট্রলার ডুবে যায়। এ সময় আশপাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে এসব ট্রলারের অন্তত ৫৪ জেলে উদ্ধার হলেও নিখোঁজ আছেন ১৬ জেলে।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মণ্ডল বলেন, 'সাগরে ট্রলারডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে আছে এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।'

কুয়াকাটা নৌপুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ জানান, সাগরে ট্রলার ডুবির বিষয়টি জেনেছি। বিষয়টি কোস্টপার্ডকে জানানো হয়েছে।