মীরসরাই দুর্ঘটনা: ৬ দিন পর মৃত্যুর কাছে হেরে গেলেন আয়াত

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
5 August 2022, 10:48 AM
UPDATED 5 August 2022, 17:13 PM

চট্টগ্রামের মীরসরাইয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় আহত মোহাম্মদ আয়াত (১৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়াল।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। আয়াতের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খান্দাকিয়া গ্রামে। আইসিইউ বিভাগের সহযোগী অধ্যাপক প্রণয় কুমার দত্ত দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ওই দুর্ঘটনায় আহত আরও ৬ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন—মাইক্রোবাস চালকের সহকারী (হেল্পার) তৌকিদ ইবনে শাওন, শিক্ষার্থী তছমির পাভেল, মোহাম্মদ সৈকত, তানভীর হাসান হৃদয় ও মোহাম্মদ ইমন।

গত শুক্রবার দুপুরে চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব খৈয়াছড়া ঝর্ণা লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন আরও ৭ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনায় পর দিন দায়িত্ব পালনে অবহেলার কারণে গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা করে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)।