বিটিএসপ্রেমী পাকিস্তানি ২ তরুণীর কাণ্ড!

By স্টার অনলাইন ডেস্ক
11 January 2023, 15:13 PM
UPDATED 11 January 2023, 21:44 PM

কে-পপ সুপার ব্যান্ড বিটিএসের সঙ্গে দেখা করার জন্য দক্ষিণ কোরিয়ায় যেতে গত সপ্তাহে বাড়ি ছেড়েছিল পাকিস্তানের ২ তরুণী। তবে তাদের সে চেষ্টা সফল হয়নি। দেশটির পুলিশ জানিয়েছে, নিখোঁজ ওই ২ তরুণীকে বাড়ি থেকে ৭৫০ মাইলেরও বেশি দূরে পাওয়া গেছে।

করাচির সিনিয়র পুলিশ সুপার আবরাজ আলি আব্বাসির বরাত দিয়ে সিএনএন জানায়, গত শনিবার করাচি শহরের কোরাঙ্গি থেকে ১৩ ও ১৪ বছর বয়সী ওই ২ তরুণী নিখোঁজ হয়।

আবরাজ আলি আব্বাসি এক ভিডিও বার্তায় বলেন, 'তাদের বাড়ি তল্লাশির সময় পুলিশ একটি ডায়েরি পেয়েছে, যাতে তাদের বিটিএসের সঙ্গে দেখা করতে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে।'

তিনি বলেন, 'ডায়েরিতে আমরা ট্রেনের সময়সূচির উল্লেখ থাকতে দেখেছি এবং তারা তাদের আরেক বন্ধুর সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল বলে উল্লেখ রয়েছে। পরে আমরা সেই বন্ধুর সঙ্গেও কথা বলেছি।'

'এরপর আমরা ডায়েরিতে বর্ণনার সূত্র ধরে তাদের ট্র্যাক করা শুরু করি এবং জানতে পারি যে, তারা লাহোর শহরে পুলিশ হেফাজতে রয়েছে। সেখানে তারা ট্রেনে করেই গিয়েছিল', যোগ করেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন, 'পরে লাহোর পুলিশের সঙ্গে সমন্বয় করে তাদের করাচির বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে।'